ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে কসবায় একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় কসবা প্রেসক্লাবের উদ্যোগে শহরের স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কসবা ও আখাউড়া প্রেসক্লাবের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধন থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, ইমিগ্রেশন ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিনের প্রত্যাহার এবং প্রকাশিত সংবাদের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরে সমাজ ও রাষ্ট্রকে সহযোগিতা করেন। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলা হচ্ছে। তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পরও যদি এভাবে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা চলতে থাকে, তাহলে দুর্নীতিবাজ কর্মকর্তারা আরও বেপরোয়া হয়ে উঠবে।
তারা অবিলম্বে সাংবাদিক ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভিতে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর ১২ আগস্ট ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার বাদী হয়ে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করেন।








