নবীনগরে মাত্র ২০-২৫ দিন আগে বিয়ে হওয়া এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ১৯ বছর বয়সী এই তরুণীর নাম সায়মা আক্তার, যার স্বামীর বাড়ি গোসাইপুর। তার স্বামী একজন সৌদিআরব প্রবাসী।
সীতারামপুর গ্রামে বাবার বাড়িতে আজ সকাল ১১টা থেকে ১২টার মধ্যে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সায়মার বাবা এবং স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, সায়মার বিয়েতে কোনো আপত্তি ছিল না। এমনকি তার বাবা জানিয়েছেন যে তিনি জানতেন মেয়ে ভালো আছে। স্বামী বা বাবার বাড়িতে কোনো ঝামেলা বা অশান্তি ছিল না বলেও পরিবারের সদস্যরা দাবি করেছেন। কেন সায়মা হঠাৎ এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা কেউ বলতে পারছে না।
হাসপাতালে খবর পেয়ে পুলিশ এসে লাশ হেফাজতে নেয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।








