ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান আহনাফ বিন আশরাফ নাবিল ও তার দল ‘ইয়াং স্পার্কস অব বাংলাদেশ’ মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৭ম বিশ্ব উদ্ভাবনী প্রতিযোগিতা ও প্রদর্শনীতে (মালয়েশিয়া) স্বর্ণপদক অর্জন করে দেশের জন্য বয়ে এনেছেন সম্মান। উচ্চমাধ্যমিক বিভাগ এবং তথ্যপ্রযুক্তি ও রোবোটিক্স উপশাখায় এই গৌরব অর্জন করেছেন তারা।
নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাবিল একজন মেধাবী তরুণ উদ্ভাবক ও সামাজিক উদ্যোক্তা। জল-বাতাস-মাটির দূষণ নির্ণায়ক স্মার্ট সেন্সর সিস্টেম এবং তরুণদের সুরক্ষায় ‘Guardian Angel’ অ্যাপের মতো উদ্ভাবনী প্রকল্পের জন্য তিনি ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। তার নেতৃত্বাধীন ‘BBX রোভার টিম’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বীকৃতি পেয়েছে। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের Neotric Youth Summit 2025 ও তুরস্কের IIMUN-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছেন।
নাবিল ‘Young Sparks of Bangladesh’-এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং ‘RASA’ ও ‘SACR’-এর সহ-প্রতিষ্ঠাতা। তার এই অসাধারণ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।








