অতিবৃষ্টি ও বন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ধারিয়ারচর থেকে মানিকপুর গ্রামের সংযোগ সড়কের একপাশ ভেঙে গেছে। রাস্তার নিচে থেকে মাটি সরে যাওয়ায় ব্রিজটির সংযোগস্থলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে জানা যায়, এই রাস্তা দিয়ে প্রতিদিন ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়া মানিকপুর বাজারে আসা-যাওয়ার একমাত্র মাধ্যম হওয়ায় স্থানীয় বাসিন্দারাও এই ভাঙা রাস্তায় চরম দুর্ভোগে পড়েছেন।
অটো ভ্যানচালক মহসিন মিয়া বলেন, “ভেঙে যাওয়া জায়গায় গাড়ি চালাতে খুব ভয় লাগে। মনে হয় গাড়ি যেকোনো সময় উল্টে যাবে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।”
আরেকজন যাত্রী মাওলানা শাহজালাল বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল যাতায়াত করে। যাত্রীরা যেমন দুর্ভোগে পড়ছেন, তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে ঝুঁকি নিয়ে চলাচল করা আরও কঠিন হয়ে পড়ে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা জানান, “আমি খোঁজ নিয়েছি। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।”
তবে রাস্তা মেরামতের বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহাঙ্গীর হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।








