বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বিজয়নগর উপজেলা শাখার একটি নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাও. এনামুল হক সুমন (মুন্সী), সদস্য সচিব মাও. মু. নিজাম উদ্দিন খান, এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন মাও. শিব্বির আহমেদ।
কমিটির অন্যান্য যুগ্ম-আহ্বায়কদের মধ্যে আছেন মাও. মুহাম্মদুল্লাহ, মাও. আইয়ূব খান আল আইয়ূবী, মাও. সাদ্দাম হোসাইন, মাও. আল আমিন, হাফেজ নজরুল ইসলাম, মাও. কেফায়েতুল্লাহ, হাফেজ রাসেল আহমেদ, মাও. আব্দুল কাইয়ুম, হাফেজ মাও. রাকিব আল রশিদ, হাফেজ জিল্লুর রহমান, হাফেজ শফিকুর ইসলাম, মাও. ক্বারী জয়নাল আবেদীন, মাও. নাজিম আল হানাফী, মাও. আবু ছালেহ ভূইয়া, মোহাম্মদ লোকমান হোসাইন, মাও. তৈয়বুর রহমান, মোহাম্মদ দুলাল মিয়া, এবং হাফেজ মনির হুসাইন মাধবপুরী।
এছাড়াও হাফেজ মাহমুদুল হাসান উজ্জ্বল, মাও. আশিকুর রহমান এবং হাফেজ আনোয়ার হোসাইনসহ আরও অনেকে সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন। নবগঠিত এই কমিটির মাধ্যমে বিজয়নগরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।








