আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের পর দৈনিক যুগান্তর ও আরটিভির সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে শহরের পৌর মুক্তমঞ্চের সামনে এ প্রতিবাদ কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে ৭২ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, ইমিগ্রেশন ও আখাউড়া থানার ওসিদ্বয়ের বদলি এবং অনিয়ম-দুর্নীতির সংবাদের সুষ্ঠু তদন্তসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।








