বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে ধাক্কা লাগার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন (৪০) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত দেলোয়ার হোসেন পাহাড়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং তিনি গ্রাম পুলিশ কাজল বেগমের স্বামী।
অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি হলেন বিল্লাল মিয়া (৪৫)। তিনি পাহাড়পুর ইউনিয়নের শান্তামুড়া গ্রামের বাসিন্দা এবং আউলিয়া বাজারে কনফেকশনারি ব্যবসা করেন।
স্থানীয় সূত্রমতে জানা যায়, বিল্লাল মিয়ার কনফেকশনারি দোকানের সামনে রাখা তার ব্যবহৃত মোটরসাইকেলে দেলোয়ারের অটোরিকশাটি ধাক্কা লাগে। এই ঘটনা দেখতে পেয়ে বিল্লাল মিয়া তার দোকান থেকে দ্রুত বেরিয়ে এসে লাঠি দিয়ে অটোরিকশা চালক দেলোয়ারের শরীরে ও মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।
লাঠির আঘাতে দেলোয়ার হোসেন গুরুতরভাবে আহত হন। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।”








