ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরাফাত ইসলাম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচীউড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত আরাফাত সূচীউড়া এলাকার সারোয়ার মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আরাফাত বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশী একজন লোক শিশুটির দেহ পুকুরে ভাসতে দেখেন। দ্রুত এলাকাবাসীর সহায়তায় তাকে পুকুর থেকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরাফাতের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








