ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মাদ্রাসা ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাধবপুর-সিলেট মহাসড়কের রতনপুর ডাক্তারবাড়ি গেইট এলাকায় একটি মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন হাফেজ আশরাফুল ইসলাম মুরাদ, যিনি নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের কামালদি বাড়ির আবুল কাসেমের ছেলে। তিনি কমলপুর হযরত শাহজালাল (র:) আলীম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র এবং ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামের ভাগিনা। অন্য নিহত ব্যক্তি হলেন তাঁর ফুফাতো ভাই ইমন মিয়া, যিনি লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের গিয়াস উদ্দিন মাষ্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ফলেই এই দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।








