ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে অভিযান চালিয়ে সরকারি চালসহ এক ব্যক্তিকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার এই অভিযান চালানো হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিকচ্ছ বাজারের একটি গুদামে অভিযান চালানো হয়। অভিযানে নোয়াগাঁও গ্রামের রতন মিয়া (৬০) নামে এক ব্যক্তির গুদামে সরকারি চালের বস্তা পাওয়া যায়।
এ ঘটনায় রতন মিয়াকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।








