আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ট্রাক ভর্তি ২ হাজার কেজি ইলিশ মাছ ভারতে প্রবেশের অপেক্ষায় দেখা যায়।
কাস্টমস সূত্রে জানা গেছে, বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘মাতাব এন্ড সন্স’ এবং ভারতীয় আমদানিকারক প্রতিষ্ঠান ‘পরিতোষ বিশ্বাস’ এই ইলিশ বাণিজ্য করছে। আখাউড়া স্থলবন্দরে ইলিশ ছাড়করণের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট ‘শাকিয়াত কনস্ট্রাকশন’।
জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বিবেচনায় সরকার মোট ৩৭টি বাংলাদেশি প্রতিষ্ঠানকে ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। আগামী ৫ অক্টোবরের মধ্যে এই রপ্তানি প্রক্রিয়া শেষ করার নির্দেশনা দিয়েছে মৎস্য অধিদপ্তর। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ মার্কিন ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা। প্রতিটি ইলিশের ওজন এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার রপ্তানির অনুমতিপ্রাপ্ত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে একটি ৫০ টন, ২৫টি ৩০ টন করে ৭৫০ টন, ৯টি ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে।
আখাউড়া স্থলবন্দরের কাস্টমস রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানান, বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে ইলিশ ভর্তি ট্রাক দ্রুত ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
প্রসঙ্গত, উৎপাদন সংকটের কারণে ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও, ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে সীমিত আকারে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে। গত বছর ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও, মাছের সংকটের কারণে মাত্র ১ হাজার ৩০৬ দশমিক ৮১৩ টন ইলিশ রপ্তানি করা সম্ভব হয়েছিল। এবারও মাছের দাম বেশি হওয়ায় সব ইলিশ রপ্তানি করা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন রপ্তানিকারকরা।








