পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিলেটের ভোলাগঞ্জ এলাকায় সাদা পাথর অবৈধভাবে উত্তোলন ও লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি অভিযোগ করেন, পাথর লুটের সাথে জড়িত একটি শক্তিশালী চক্র গড়ে উঠলেও প্রশাসন হয়তো নীরব ভূমিকা পালন করেছে অথবা যোগসাজশ রেখেছে।
উপদেষ্টা জানান, পাথর উত্তোলন বন্ধে সরকার প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করেছে, কিন্তু মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে স্থানীয় প্রশাসনের দায়িত্ব। তিনি এবং উপদেষ্টা ফাওজুল কবির খান গত মাসে সরেজমিনে ভোলাগঞ্জ পরিদর্শন করলেও পরে তাদের বিরুদ্ধে বিক্ষোভ ও রাজনৈতিক চাপ তৈরি হয়।
রিজওয়ানা হাসান গত কয়েকদিনের অভিযানের কথা উল্লেখ করে বলেন, “অবৈধ পাথর উত্তোলন বন্ধে বেশ কিছু পাথর ভাঙার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু কিছু রাজনৈতিক দল ও স্থানীয় চক্রের চাপে আবারও এসব কার্যক্রম শুরু হয়েছে।”
তিনি স্থানীয় জনগণের প্রতিবাদের ভূয়সী প্রশংসা করে বলেন, “লুটেরা চক্র এখন পাথর তোলার আগে দুবার ভাববে। মানুষের এই জাগরণই অবৈধ কর্মকাণ্ড বন্ধের প্রধান হাতিয়ার।” উপদেষ্টা আরও জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।








