ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
সোমবার (২০ অক্টোবর, ২০২৫) রাতে সরাইল থানা পুলিশের একটি চৌকস দল শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারী রবি দাস (৪০) কে তার হেফাজত থেকে ৩০ (ত্রিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবি দাস মৃত রাজ মোহন রবি দাসের ছেলে।
সরাইল থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রবি দাস এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।








