সরকার একা দেশ গড়তে পারবে না: শারমীন মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামে নদী ভাঙন এলাকা পরিদর্শন ও এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং, আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। সকলের কাছে আমার অনুরোধ থাকবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেনো কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে। নির্বাচন যদি চান, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে।”

তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, “৭১ ছিল বলে স্বাধীন দেশ হয়েছে, আমরা ২৪ পেয়েছি। ১৫ বছরের দুশাসন এক-দুই বছরে শেষ করা যাবে না।”

একটি সরকার একা দেশের জন্য কিছু করতে পারবে না উল্লেখ করে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “সকলের চেষ্টায় সুন্দর একটি দেশ গড়া সম্ভব।”

মেঘনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের কথা তুলে ধরে তিনি বলেন, “মেঘনা নদীর ভাঙনে অনেক পরিবার ঘর-বাড়ি, ফসলি জমি ও জীবিকার সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। মসজিদ, মাদ্রাসা ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে।” তিনি এ পরিস্থিতি প্রতিরোধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সাইবারক্রাইম ও মব জাস্টিস সম্পর্কে বলেন, “মব জাস্টিসটা কিভাবে তৈরি হয়, জানেন? মোবাইলটার কারণে। এই সাইবারক্রাইম কে নিয়ন্ত্রণে আনতে হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের সফলতা-বিফলতা নয়, এটা নতুন একটা সমস্যা। এটাকে নিয়ন্ত্রণে আনতে হলে তরুণ সমাজকে আইসিটি সেক্টরে পারদর্শী হতে হবে।”

অবৈধ বালু উত্তোলন বন্ধে তিনি বলেন, “প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, জনসাধারণকে বালুখেকুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি (পূর্ব বিভাগ) মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, জেলা প্রশাসক দিদারুল আলম, জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, এডিসি আবু মোছা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান, ইউএনও রাজিব চৌধুরী, সহকারী পুলিশ সুপার নবীনগর সার্কেল পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম ও প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি প্রমুখ।

Hot this week

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

নবীনগরে সহকারী শিক্ষকদের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: কর্মবিরতি ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের ঘোষণা

নবীনগর: সহকারী শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি আদায়ের জাতীয় কর্মসূচির...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

Topics

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে...

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২...

তেলাপোকাযুক্ত পেটিস বিক্রির দায়ে শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী...

সরাইলে তেল কম দেওয়ার অভিযোগে জিলানী ও ভাই ভাই এন্টারপ্রাইজকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও...

কাগজপত্র জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ...

বিজয়নগরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

বিজয়নগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে ধাক্কা লাগার...

নাসিরনগরে মেঘনা নদীর তীরে অজ্ঞাত লাশ উদ্ধার

নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চকবাজার এলাকার মেঘনা...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img