আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এস এন তরুণ দে বলেন, “আসন্ন সার্বজনীন শারদীয়া দুর্গাপূজা এবারও ধর্মীয় রীতিনীতি মেনে ভালোভাবে উদযাপিত হবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে এবং সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।”
তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস সকলের প্রতি শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আজ দেশের সকল ধর্মীয় নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেছেন।
উল্লেখ্য, এস এন তরুণ দে সরাইল উপজেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।








