শহীদ মীর মুগ্ধের স্মরণে আয়োজিত ‘শহীদ মীর মুগ্ধ স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভোলাচং ফুটবল মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম (মিথিল)। টুর্নামেন্টের উদ্বোধন করেন শহীদ মীর মুগ্ধের বাবা ও সাবেক ছাত্রনেতা মীর মুস্তাফিজুর রহমান বাবুল।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হাজী আব্দুর রহিম একাদশ ও কুড়িঘর ভয়েজ ক্লাব একাদশ। জমজমাট এই খেলায় কুড়িঘর ভয়েজ ক্লাব একাদশ ২-১ গোলে জয়লাভ করে।








