কুমিল্লা-সিলেট মহাসড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই অভিযানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ উৎপন্ন করা এবং হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ৪টি যানবাহনকে ৪টি পৃথক মামলায় মোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে ৪টি গাড়ি থেকে ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। এছাড়া, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২০টি বাস, ট্রাক ও অটোরিকশায় স্টিকার সেঁটে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্রিন্স সরকার। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো. রাখিবুল হাসান প্রসিকিউশন প্রদান করেন এবং বাংলাদেশ পুলিশ বাহিনী সার্বিক সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।








