ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৯০৩ প্যাকেট বিভিন্ন ব্রান্ডের চকলেট উদ্ধার করা হয়।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) ভোর ৪টা ৫০ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিশ্বরোড গোলচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় তারা সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে। সাইফুল পিরোজপুর সদর উপজেলার পালপাড়া গ্রামের সবুর মুন্সীর ছেলে।
জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চকলেটগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।








