ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন রোগের ইনজেকশন, স্মার্টফোন ডিসপ্লে এবং পেঁয়াজের বীজ উদ্ধার করেছে।
শনিবার রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এই সফল অভিযানটি পরিচালনা করে।
আজ, রোববার (১২ অক্টোবর) দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক ও তৎপর রয়েছেন। এরই অংশ হিসেবে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি টহল দল আমতলী এলাকায় বিশেষ অভিযান শুরু করে। অভিযানে সন্দেহজনক গতিবিধির কারণে একটি পিকআপ ভ্যানকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় পিকআপ ভ্যানটি থেকে ৭ হাজার ১১৮ পিস স্মার্টফোন ডিসপ্লে, ৮ হাজার ৩১৬ পিস বিভিন্ন রোগের ইনজেকশন এবং ১৯৫ প্যাকেট পেঁয়াজের বীজ উদ্ধার করা হয়। অধিনায়ক জানান, জব্দকৃত এই ভারতীয় চোরাই পণ্যগুলোর আনুমানিক মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা।
জব্দকৃত পণ্যগুলো এখন কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। একইসাথে, এই চোরাচালানের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।








