ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে নিখোঁজ হওয়া ৬৩ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর ১৭ই আগস্ট রবিবার সকাল ১১টায় ঢাকা-সিলেট হাইওয়ের বুধন্তি বাস স্টেশনের উত্তর পাশে অর্ধগলিত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত আয়েশা বেগম বুধন্তী ইউনিয়নের বুধন্তি গ্রামের শফি মিয়ার স্ত্রী ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীনতা ও মৃগী রোগে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ই আগস্ট বৃহস্পতিবার তিনি নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর এলাকায় মাইকিং করে তাকে খোঁজার চেষ্টা করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহটি পচন ধরে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয় লোকজন সেটি দেখতে পায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সাধারণভাবে মৃত্যু হয়েছে ধরে নেওয়া হয়েছে।








