ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর নামক এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালান জব্দ করেছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রবিবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় যাওয়ার পথে ১টি পিকআপ ভ্যানকে সন্দেহবশত চম্পকনগর এলাকায় থামানো হয়। এসময় পিকআপটি তল্লাশি করে লুকায়িত অবস্থায় ১৫ হাজার ১৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের কম্বল এবং চোরাচালানে ব্যবহৃত ১টি পিকআপ আটক করা হয়। আটককৃত এই মালামালের সিজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।
জব্দকৃত অবৈধ ভারতীয় চোরাচালানি মালামালগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।








