ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের জয়নগর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারি আহত হয়েছেন। এ সময় আরেকজন চোরাকারবারি আটক হয়েছেন। গত রাতে সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত চোরাকারবারি মো. সবুজ (২৬)। তিনি বাউতলা গ্রামের মো. সালাম মিয়ার ছেলে। আটক ব্যক্তি হলেন একই গ্রামের মামুন মিয়া।
সীমান্ত সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মূল সীমান্ত পিলার ২০২৪/৭-এস থেকে আনুমানিক ১০০ গজ ভেতরে জয়নগর নামক স্থানে বিএসএফের টহলদল চোরাকারবারিদের লক্ষ্য করে ২-৩ রাউন্ড ছররা গুলি করে। এতে সবুজের হাতে গুলি লাগে। তবে প্রাণে বেঁচে যান তিনি। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে থাকেন তিনি।
এদিকে, বিএসএফ একই সময়ে মামুন মিয়াকে আটক করে। স্থানীয়রা জানান, চোরাকারবারিরা নিয়মিত ওই এলাকা দিয়ে পাচারকারিতা চালান। এ নিয়ে বিএসএফের সঙ্গে তাদের বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।
এ বিষয়ে বিএসএফ বা বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিজিবি) এর কোনো কর্মকর্তার সাথে কথা বলা সম্ভব হয়নি








