ভালোবাসা যে ভাষা, সংস্কৃতি বা ভৌগোলিক দূরত্ব মানে না, সেই দৃষ্টান্ত স্থাপন করলেন সুদূর চীনের এক যুবক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তরুণী সুরমা আক্তারের প্রেমে পড়ে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও (Wang Tao) নামের ওই যুবক।
আগামীকাল রবিবার (০৩ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতিতে এই আন্তর্জাতীয় প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছে মেয়ের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অপরদিকে ওয়াং তাও চীনের হুনান প্রদেশের বাসিন্দা ওয়াং ইচাং চাওয়ের ছেলে।
পুলিশ ও পরিবারের দাবি, মাত্র দেড় মাস আগে ‘ওয়াল টক’ (Wall Talk) নামে একটি অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়, যা দ্রুত প্রেমের সম্পর্কে গড়ায়। দুই পরিবারের সম্মতির পর ওয়াং তাও বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন এবং গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুরমার স্বজনরা তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন।
সুরমার পরিবার থেকে জানা যায়, বিয়ে করার জন্য ওয়াং তাও ইসলাম ধর্ম গ্রহণ করবেন।দুই পরিবারের সম্মতিতে আগামীকাল আদালতে মুসলিম রীতি মেনে তাদের বিয়ে হবে।
নাসিরনগর থানার উপ-পুলিশ পরিদর্শক ও কুন্ডা ইউনিয়নের বিট অফিসার মো. জাহান-ই-আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চীনা যুবক নাসিরনগরে আসার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তার পাসপোর্ট দেখে নিশ্চিত হয়েছেন। চীনা যুবককে একনজর দেখতে সুরমাদের বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমেছে।








