প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বিদায়ী সংবর্ধনাকে ঘিরে সপ্তাহব্যাপী প্রস্তুতির সমাপ্তি হয়েছে। পিটিআই অডিটরিয়াম রুমে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ চলে গত এক সপ্তাহ ধরে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত নিরলস প্রচেষ্টায় সাজসজ্জার সব আয়োজন সম্পন্ন হওয়ায় প্রশিক্ষণার্থী ও ইন্সট্রাক্টরদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মঞ্চ নির্মাণ থেকে শুরু করে পুরো হলরুমের সাজসজ্জায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বিটিপিটি ২০২৫ ব্যাচের প্রশিক্ষণার্থীরা এবং প্রতিষ্ঠানের সম্মানিত ইন্সট্রাক্টরবৃন্দ। মঞ্চ পরিকল্পনা ও চারুকারু সাজসজ্জার তত্ত্বাবধান করেন চারুকারু ইন্সট্রাক্টর জনাব সুমন মল্লিক।



এছাড়া প্রশিক্ষণার্থীদের সহযোগিতায় পিটিআই ইন্সট্রাক্টর মমতাজ শাহানাজ ফেরদৌসের নেতৃত্বে এবং প্রশিক্ষণার্থী রাজিব আজাদের সম্পাদনায় বিশেষ দেয়ালিকা প্রকাশের প্রস্তুতিও সম্পন্ন হয়। সার্বিক কাজের সমন্বয় ও সহযোগিতায় ছিলেন পিটিআই ইন্সট্রাক্টর তাসলিমা বেগম।






প্রস্তুতি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় পিটিআই-এর সম্মানিত সুপারিনটেনডেন্ট জনাব অশোক কুমার দাশ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।








আগামী ২৮ আগস্ট, বৃহস্পতিবার, পিটিআই অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হবে।












