ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, “সরাইলে ‘নো হাঙ্কি নো মাঙ্কি’ । বহিরাগত কোনো প্রার্থীকে এলাকার মানুষ মেনে নেবে না।” তিনি দ্ব্যর্থহীনভাবে দাবি করেন, সরাইল ও আশুগঞ্জের জনগণের যে সুনির্দিষ্ট ও দীর্ঘদিনের চাহিদা রয়েছে, কোনো বহিরাগত প্রার্থী তা মেনে নেবে না বা পূরণ করতে পারবে না।
গতকাল বুধবার (১২ নভেম্বর) বাদ আছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাবেক ছাত্রদল নেতা শিপন তার বক্তব্যে বহিরাগত প্রার্থীদের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, সরাইল-আশুগঞ্জে বহিরাগত বা ‘সিএস রেকর্ড’ বাদ প্রার্থী চলবে না। তিনি জোর দিয়ে বলেন, সরাইল হচ্ছে ঈশা খাঁ’র জন্মভূমি, যার সাত’শত বৎসরের ইতিহাস রয়েছে। তাই এখানকার মানুষকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। তিনি আরও উল্লেখ করেন যে, এই এলাকার যত উন্নয়ন হয়েছে, তা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে এবং সরাইল-আশুগঞ্জ খালেদা জিয়া ও তারেক জিয়ার ঘাঁটি হিসেবে পরিচিত।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আহসান উদ্দিন খান শিপন তার রাজনৈতিক প্রত্যাশার কথা ব্যক্ত করে বলেন, দল অবশ্যই মনোনয়ন দেবে, এই প্রত্যাশা তারা করেন। তিনি বিশ্বাস করেন, সরাইল আশুগঞ্জ আসনে দল ধানের শীষ প্রতীক দেবে এবং দলে তার ত্যাগ বিবেচনা করে তাকেই মনোনয়ন দেওয়া হবে।
তিনি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন, যা সেনা-জনতার ঐক্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নেতৃত্বকে শক্তিশালী করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ সর্দার, সরাইল উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার, সদস্য সচিব জয়নাল আবেদীন রাজু, সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ শাহ ওয়ালী জাবেদ, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতৃবৃন্দ।








