মাদক সেবনের অভিযোগে নাসিরনগরে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোহাম্মদ মারজান (৩০)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের নোয়াপাড়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির। এ সময় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় কুন্ডা গ্রামের রইজ মিয়ার ছেলে মারজানকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, দীর্ঘদিন ধরে মারজান মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ তার বাড়িতে অভিযান চালানো হয়। আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় তাকে এই শাস্তি দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।








