ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামে সালিশি বৈঠকে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে আমির আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আমির আলী দাঁতমণ্ডল গ্রামের রফিজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে ঢাকার কেরানীগঞ্জে মহিদ আলীর ছেলে সুজন মিয়ার ব্যাগের কারখানায় তার এক কর্মচারীকে লাঞ্ছিত করেন লাফিলুদ্দির ছেলে শাকিল। এ ঘটনার জেরে সুজন ও শাকিলের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে মারধরের ঘটনা ঘটে।
সম্প্রতি তারা দুজনই নাসিরনগরের নিজ বাড়িতে ফিরে আসেন এবং সামাজিকভাবে বিষয়টি সমাধানের জন্য বুধবার বিকেলে একটি সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল ছোড়া শুরু করলে কৃষক আমির আলী গুরুতর আহত হন। তাকে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, সংঘর্ষে একজন নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।








