নবীনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইদ্রিস মিয়া (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে কাইতলা পূর্ব পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ আগস্ট রাত ৯টা ৪৫ মিনিটে নবীনগর থানার এসআই মো. শাহ আলমের নেতৃত্বে শিবপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প এলাকা থেকে একটি দল কাইতলা পূর্ব পাড়ায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. ইদ্রিস মিয়াকে আটক করা হয়। পরে তার লুঙ্গির ভাঁজে রাখা একটি বায়ুরোধক জিপার ব্যাগ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।








