সোমবার (১৮ আগস্ট) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম চাকরিজীবী পুরুষদের জন্য পিতৃত্বকালীন ছুটি প্রবর্তনের পক্ষে মত দিয়েছেন। তবে এ জন্য তিনি তিনটি শর্ত দিয়েছেন।
তিনি বলেন, মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটিও দেওয়া যেতে পারে। শর্তগুলো হলো—বাবাকে শিশুকে সময় দিতে হবে, শিশুর যত্নে সমান অংশগ্রহণ করতে হবে এবং শিশুটির মায়ের সেবা করতে হবে।
কর্মশালায় তিনি গুঁড়া দুধের পরিবর্তে মাতৃদুগ্ধের ওপর জোর দেন এবং এই বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান। তিনি আরও বলেন, ধাত্রীদের প্রশিক্ষণের আওতায় আনা উচিত এবং মাতৃদুগ্ধ নিয়ে কাজ শুধু সরকার বা স্বাস্থ্য খাতের নয়, বরং সমাজের সব স্তরের মানুষের।
সভাপতির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী বলেন, মেধাসম্পন্ন জাতি গঠনে মাতৃদুগ্ধ নিশ্চিত করার বিকল্প নেই।








