শুক্রবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটে আটকে পড়া দুটি মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ঘটনাটি সরাইল উপজেলার শাহবাজপুর ব্রিজ এলাকায় ঘটে। ডাকাতরা রাত সাড়ে ৩টার দিকে হামলা চালায়। একটি মাইক্রোবাসের যাত্রী রুবেল আরিফ জানান, ডাকাতরা তাদের কাছ থেকে ২ লাখ টাকা, ৫টি মোবাইল ফোন ও অন্যান্য জিনিস ছিনিয়ে নেয়। পাশের আরেকটি গাড়ি থেকে প্রায় ১ লাখ টাকা ও কয়েকটি মোবাইল লুট হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী বলেন, হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকায় বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়।
গত বুধবার বিশ্বরোডে একটি ট্রাক বিকল হওয়ায় সৃষ্ট যানজটের সুযোগে ডাকাতরা এ হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।








