ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশের পর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুস সাত্তার মামলায় দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনকে আসামি করা হয়েছে।
গত ৪ ও ৭ আগস্ট প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে ইমিগ্রেশন কর্মকর্তাদের ঘুষ গ্রহণ ও যাত্রী হয়রানির তথ্য উঠে আসে প্রতিবেদনে উল্লেখ করা হয়, মেডিকেল ভিসাযুক্ত যাত্রীদের কাছ থেকে ৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে।
সাংবাদিক ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেন এ মামলাকে হয়রানিমূলক ও সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন আখাউড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি মামলার তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
আখাউড়া থানার ওসি মো ছমিউদ্দিন জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি দায়ের করা হয়েছে বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।








