কসবা থানার ঐতিহাসিক কুটি বাজারে আজ ২১ আগস্ট ২০২৫, রোজ বৃহস্পতিবার প্রথমবারের মতো ২০-২৫ প্রজাতির সামুদ্রিক মাছ নিয়ে একটি মেলার আয়োজন করা হয়। এই মেলায় উপস্থিত ক্রেতা ও ব্যবসায়ীরা ব্যাপক কেনাকাটা করেন।
কুটি বাজারে আয়োজিত এই সামুদ্রিক মাছের মেলা সবার কাছে বিশেষ আকর্ষণীয় ছিল। ক্রেতাদের চাহিদামতো খুচরা কেনার সুবিধা থাকায় মেলাটি সবার মধ্যে বেশ সাড়া ফেলেছে।
কুটি সততা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো: জয়নাল আবেদিনের উদ্যোগে এখন থেকে প্রতি বৃহস্পতিবার কুটি বাজারে সাপ্তাহিক সামুদ্রিক মাছের মেলা বসবে।








