সাপের কামড়ের ভ্যাকসিন বা অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে, আগামী দুই মাসের মধ্যে এই নির্দেশ কার্যকরের পর প্রতিবেদন দাখিলের জন্যও বলা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট, ২০২৫) একটি রিট আবেদনের শুনানিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। সাপের কামড়ে মৃত্যু এবং উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনমের ঘাটতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে জনস্বার্থে এই রিটটি দায়ের করা হয়েছিল।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ কে এম নুরুন নবী উজ্জ্বল এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইসমাঈল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।
আইনজীবী এ কে এম নুরুন নবী উজ্জ্বল বলেন, “সাপের কামড়ে প্রতি বছর বাংলাদেশে প্রায় সাড়ে সাত হাজার মানুষের মৃত্যু হয়। এর বেশিরভাগই ঘটে গ্রামীণ ও উপজেলা পর্যায়ে। অথচ, জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে সেখানে পাওয়া যায় না। এর ফলে অনেক মূল্যবান জীবন অকালে ঝরে যাচ্ছে। এ বিষয়ে বিশেষ কোনো উদ্যোগ না থাকায় আমরা হাইকোর্টের শরণাপন্ন হয়েছি।”
আদালতের এই নির্দেশ কার্যকর হলে সাপের কামড়ে মৃত্যুর হার কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।








