ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের আব্দুর রশিদের ছেলে আহমদ আলী এবং নরসিংদীর রায়পুরা উপজেলার শাহজাহান মিয়ার ছেলে আমজাদ হোসেন।
গতকাল মঙ্গলবার সকালে মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় এই অভিযান চালানো হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া এই অভিযান পরিচালনা করেন।








