ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
তরিকুল শিবলী চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। চ্যানেল এস-এর আরেক সাংবাদিক রেজা জানান, কার্জন হল কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি নিয়ে লাইভ প্রতিবেদন করার পরপরই তিনি মারা যান।
তার আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।








