বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) সাবেক মহাব্যবস্থাপকসহ (জিএম) দুই কর্মকর্তাকে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন জাহান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
কারাগারে যাওয়া কর্মকর্তারা হলেন—সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) নুরুল আবছার এবং তৎকালীন জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদার।
মামলার অভিযোগ অনুযায়ী, বিজিএফসিএল-এর মূল আসামি সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম শাহ আলম জালিয়াতির মাধ্যমে তাঁর জন্মসাল পরিবর্তন করে ২০২১ সালের ডিসেম্বরে স্বাভাবিক অবসরের পরেও অতিরিক্ত আরও এক বছর দায়িত্ব পালন করেন। এই প্রতারণার ফলে তিনি প্রতিষ্ঠানটি থেকে বেতন ও ভাতাসহ অনৈতিকভাবে ৭৪ লাখ ৪ হাজারেরও বেশি টাকা আত্মসাৎ করেন।
ঘটনাটি সামনে আসার পর বিজিএফসিএল-এর তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। এরপর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতারণায় সহযোগিতা করার অভিযোগে নুরুল আবছার ও মো. নাসিবুজ্জামান তালুকদারসহ মূল আসামির বিরুদ্ধে ২০২২ সালের ২২ অক্টোবর মামলা দায়ের করা হয়।
দীর্ঘদিন উচ্চ আদালত থেকে জামিনে থাকার পর, সোমবার নিম্ন আদালতে পুনরায় জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে দুই কর্মকর্তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মাহবুবুর রহমান আদালতের এই সিদ্ধান্তকে ন্যায়বিচার প্রতিষ্ঠা হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাড. কবীর হোসেন জানিয়েছেন, তাঁরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।








