ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় গত ১ নভেম্বর শনিবার মধ্যরাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নবীনগর পৌর বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মনিরুল ইসলামের বাগানবাড়িসহ দুটি বাড়িতে লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে জানা যায়।
জানা গেছে, নবীনগর পৌরসভা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম মুজিদ দারোগার ছেলে মনিরুল ইসলামের কৃষ্ণনগরের বাগানবাড়ির ঘরের টিন কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। সেখান থেকে চোরেরা বিভিন্ন মূল্যবান কাগজপত্র ও মালামাল নিয়ে যায়। একই রাতে, মনিরুল ইসলামের চাচা শ্বশুর, কৃষ্ণনগর মধ্যপাড়ার মৃত নায়েবালি সরকারের ছেলে মন মিয়ার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। মন মিয়ার ঘরের দরজা ও তালা ভেঙে চোরেরা প্রবেশ করে এবং নগদ ২০ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল রাতে কৃষ্ণনগর মধ্যপাড়ার এই দুটি বাড়ি থেকেই নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি হয়।
ভুক্তভোগী মনিরুল ইসলাম, যিনি নবীনগর পৌর বড় বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার, জানান, তাঁর বাগানবাড়িতে ঘরের টিন কেটে চোরেরা প্রবেশ করে মূল্যবান কাগজপত্র ও মালামাল চুরি করেছে।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার নূরে আলম চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, চোরের জ্বালায় তারা অতিষ্ঠ। তাদের অভিযোগ, একজন চোরকে এর আগেও কয়েকবার ধরা হয়েছিল, কিন্তু এলাকার সাহেব-সর্দাররা বিচার-সালিশ করার পর সে আবারও একই ধরনের চুরি করেছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং চোরদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহানুর ইসলাম জানান, কৃষ্ণনগর ইউনিয়ন মধ্যপাড়া ৫ নং ওয়ার্ডের চুরির ঘটনা ঘটেছে খবর পেয়েছি, পুলিশ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিবে।








