ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ একটি বড় ডাকাতির প্রস্তুতি বানচাল করে দিয়ে দেশীয় অস্ত্রসহ তিন জন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করেছে।
৭ অক্টোবর দিবাগত রাত ০৩:৩০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর দীঘির পাড় কাচারি সংলগ্ন রাস্তার ওপর ১৭/১৮ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে আকবর হোসেন জারু (৩০), সোহান মিয়া (২৭) এবং মোঃ মাহিন ভূইয়া (২৪) নামে তিন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা সকলেই আখাউড়া থানার বাসিন্দা।
গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত থেকে ০২ টি কাঠের হাতল বিশিষ্ট লম্বা ছুরি, ০১ টি ষ্টিলের চিকন ফোল্ডিং ছুরি, ০১ টি লম্বা ষ্টিলের পাইপ, ০১ টি লম্বা বেতের লাঠি এবং ০১ টি লোহার তৈরি যন্ত্র উদ্ধার করে সাক্ষীদের সামনে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








