ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বিষাক্ত বোলতা (স্থানীয়ভাবে ‘বেঙ্গল মাছি’ নামে পরিচিত) কামড়ে তামিম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের সন্তান।
বুধবার (০১ অক্টোবর) সকালে এই দুঃখজনক ঘটনাটি ঘটে। বিষাক্ত বোলতা শিশু তামিমকে কামড়ানোর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ফার্মেসিতে নিয়ে যান চিকিৎসার জন্য। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর ২টার দিকে তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত ডাক্তাররা শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. সাদ্দাম হোসেন এই প্রসঙ্গে জানান, “শিশুটিকে বিষাক্ত বোলতা মাছি কামড়ানোর সাথে সাথে যদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হতো, তাহলে চিকিৎসা সেবা দিয়ে সারিয়ে তোলার সুযোগ ছিলো। উনারা স্থানীয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে অবস্থার অবনতি দেখে হাসপাতালে আনেন।“
তিনি এই ধরনের পরিস্থিতিতে সকলের সচেতন হওয়া প্রয়োজন বলে উল্লেখ করে বলেন, “কাউকে বিষাক্ত পোকা কামড় দিলে সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসবেন।“








