ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী মেধাবী ছাত্রী ফারজানা আক্তার জুঁইয়ের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলেজের বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আজ সকাল ১০টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা জুঁইয়ের হত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে জোরালো স্লোগান দেয়। তারা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেয়।
নিহত জুঁই সম্পর্কে স্থানীয় বাসিন্দা নিয়ামত জিন্নাহ গভীর শোক প্রকাশ করে জানান, জুঁই একটি নিরীহ পরিবারের মেধাবী সন্তান ছিল। পড়াশোনা শেষ করে চাকরি করে সংসারের হাল ধরার তার অনেক বড় স্বপ্ন ছিল, যা এই নির্মম হত্যাকাণ্ডের বলি হয়ে ধুলিস্যাৎ হয়ে গেল। তিনি এই মৃত্যুকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে আখ্যায়িত করেন।
এলাকাবাসী নবীনগর পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, যেন একটি সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। ফারজানা আক্তার জুঁইয়ের এই মর্মান্তিক মৃত্যুতে লাউর ফতেহপুর গ্রামজুড়ে গভীর শোক ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এর আগে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ফারজানা আক্তার জুঁই (১৮) নিজ ঘর থেকে নিখোঁজ হন। পরিবার ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। অবশেষে শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয় এক ব্যক্তি কচুরিপানা তুলতে গিয়ে ভাসমান একটি লাশ দেখতে পান।
পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা সেটি জুঁইয়ের লাশ বলে শনাক্ত করেন।








