শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সভায় জেলার প্রতিটি উপজেলা থেকে ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা আসন্ন পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।








