ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে বিজয়নগরের ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর রানওয়ে বাজারের পূর্ব পাশে জনৈক এমদাদুল হকের ফল বাগানের সামনে রানওয়ে বাজার-কালাছড়া রাস্তা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ সময় মাদক কারবারি বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মাসুম মিয়া (২৪) ও তার সহযোগী ১/২ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান, গাঁজা ফেলে আসামিরা পালিয়ে গেছে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।








