অভিনেতা দেব ও শুভশ্রী গাঙ্গুলির ‘ধূমকেতু’ সিনেমা মুক্তি পেয়েছে প্রায় ১০ বছর পর। ২০১৫ সালে নির্মাণ শেষ হলেও নানা কারণে দেরি হয় মুক্তিতে। এই দীর্ঘ সময়ে দেব ও শুভশ্রীর পথ আলাদা ছিল। একসময় প্রেমিক-প্রেমিকা ছিলেন তারা, কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর কখনও একসঙ্গে দেখা হয়নি।
শুভশ্রী এখন পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী ও দুই সন্তানের মা। অন্যদিকে দেব অভিনেত্রী রুক্মিণী মিত্রের সঙ্গে লিভ-ইন সম্পর্কে আবদ্ধ। ‘ধূমকেতু’ মুক্তির পর দর্শকদের প্রশংসা পেয়েছেন তারা। সম্প্রতি আনন্দবাজারের সঙ্গে কথা বলতে গিয়ে দেব শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন।
দেব বলেন, ‘আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি। একসময় শুভশ্রীর সঙ্গে ছিলাম, তারপর আলাদা হয়ে গেলাম। গত ১২ বছর ধরে রুক্মিণীর সঙ্গেই আছি। শুভশ্রীর সঙ্গে হয়তো তিন-চার বছর ছিলাম। তার জীবনও বদলে গেছে।’
তিনি আরও জানান, মঞ্চে তাদের প্রশ্নোত্তর পর্বের প্রশ্নগুলো তিনি নিজেই ঠিক করে দিয়েছিলেন। দেব বলেন, ‘আমাদের নিয়ে অনেক নেতিবাচকতা ছিল। সেসব মুছে ফেলার জন্যই আমরা মঞ্চে উঠেছিলাম। একসঙ্গে ভালো স্মৃতি আছে, সেগুলো ভাগ করে নিতে চেয়েছি। অনুরাগীরাও যেন সেই সুন্দর মুহূর্তগুলো উদযাপন করতে পারেন।’
শুভশ্রীকেও এই বিষয়ে জানানো হয়েছিল বলে উল্লেখ করেন দেব। তাদের এই সহযোগিতা ও পেশাদারিত্ব দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।








