সরাইল থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর ১৮:৫০ ঘটিকায় সরাইল থানাধীন শাহবাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামীর হেফাজত থেকে মোট ৯৪৫ (নয়শত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম মোঃ শহিদুল ইসলাম (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন আমলাপাড়ার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সরাইল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান জোরালোভাবে চলবে।








