ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গ্রাহকদের কাছে অকটেন, ডিজেল ও পেট্রোল পরিমাপে কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর বিধান লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এই অর্থদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার।
অভিযানে শাহবাজপুর এলাকার ‘জিলানী ফিলিং স্টেশন ইউনিট-২’ এবং ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনার সময় জিলানী ফিলিং স্টেশন ও ভাই ভাই এন্টারপ্রাইজে প্রতি ৫ লিটার অকটেন, ডিজেল ও পেট্রোল ইউনিটে যথাক্রমে ৬০ মি.লি., ২০ মি.লি. এবং ৩০ মি.লি. তেল কম পাওয়া যায়। এছাড়া, প্রতি ৫ লিটারের মেজার দ্বারা তেল পরিমাপে ১০০ মি.লি. তেল কম দেওয়ার বিষয়টিও প্রমাণিত হয়। তেল পরিমাপে কম দেওয়ায় প্রতিষ্ঠান দুটি ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর ২৯ ধারা লংঘন করে, যা ৪৬ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের ভিত্তিতে তাদের জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও আবুবকর সরকার সাংবাদিকদের বলেন, সরকারি আইন অমান্যের অভিযোগ যার বিরুদ্ধে পাওয়া যাবে, তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলবে। তিনি কঠোরভাবে বলেন, “এ ব্যাপারে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স।” তিনি আরও নিশ্চিত করেন, দুই ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যাওয়ায় তাদের জরিমানা করে সতর্ক করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








