সরাইল উপজেলায় চিংড়ি মাছে জেলি ও ভেজাল পদার্থ পুশ করার অপরাধে এক মাছ বেপারিকে এক লাখ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এই দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, উপজেলার উচালিয়াপাড়া মোড়ের মাছ বাজারে অভিযান চালিয়ে চিংড়ি মাছে জেলি ও ভেজাল পদার্থ পুশ করার দায়ে উদয় নামে এক মাছ বেপারিকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত উদয় উপজেলার বেপারী পাড়ার রজব আলী মিয়ার ছেলে।
ইউএনও মো. মোশারফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি ও ভেজাল পদার্থ পুশ করা চিংড়ি মাছ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড এবং এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের খাদ্য ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।








