“শিক্ষাই জাতির মেরুদণ্ড”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলেও যথাযথ মর্যাদায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। শিক্ষকদের প্রতি সম্মান ও সমাজে তাদের অবদানকে স্মরণ করে প্রতি বছর ৫ অক্টোবর দিবসটি পালিত হয়।
জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত দেশগুলোতে ১৯৯৫ সাল থেকে এই দিনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়ে আসছে। এ বছরের প্রতিপাদ্য ছিল “শিক্ষকতা পেশা” মিলিত প্রচেষ্টার দীপ্তি।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরাইলে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়।
সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান—কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়—এর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরাইল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহী মসজিদের ইমাম মাও. আমান উল্লাহ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ, আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন মৃধা, সরাইল প্রাথমিক শিক্ষা অফিসার মো. নৌসাদ আহমেদ, একাডেমিক সুপারভাইজার (শিক্ষা) ইতি বেগম, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবা ভট্টাচার্য, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিক উদ্দিন, সরাইল প্রেসক্লাবের আব্দুল করিম, মো. মশিউর রহমান, গাজী মোহাম্মদ মাজিদ মাস্টার-সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা জাতি গঠনে শিক্ষকদের অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেন এবং শিক্ষকদের মানুষ গড়ার কারিগর হিসেবে আখ্যায়িত করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।








