২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘিরে সংঘটিত বিক্ষোভে ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জন প্রাণহানির ঘটনায় মদদদাতা আখ্যা দিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় পৌর মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাউতুলী মোড়ে এসে শেষ হয়। এতে হেফাজতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আলেম-ওলামাদের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়াতে মোকতাদির চৌধুরী ওলামাদের রক্ত ঝরিয়েছেন। তাদের দাবি, ২০২১ সালের আন্দোলনে মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ মদদেই এই হত্যাকাণ্ডগুলো ঘটে, যার ফলে ১৬টি তাজা প্রাণ ঝরে। এই হত্যাকাণ্ডের দায়ে অবিলম্বে তার ফাঁসি কার্যকর করতে হবে।
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে হেফাজতের নেতাকর্মীদের আত্মত্যাগের মাধ্যমেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি, দ্রুত শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমদের ওপর অত্যাচারের বিচার করতে হবে। একই সঙ্গে মোকতাদির চৌধুরী এবং সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির করে দ্রুত বিচারকাজ শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন এবং জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ।








