আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি দুটি আসনে (ব্রাহ্মণবাড়িয়া-২ এবং ব্রাহ্মণবাড়িয়া-৬) এখনও দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় আসন অনুযায়ী মনোনীত প্রার্থীদের নাম :
|
আসন নং |
প্রার্থীর নাম |
মন্তব্য |
|---|---|---|
|
ব্রাহ্মণবাড়িয়া-১ |
এম এ হান্নান |
মনোনীত |
|
ব্রাহ্মণবাড়িয়া-২ |
কাউকে ঘোষণা হয়নি |
এই আসনে প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি। |
|
ব্রাহ্মণবাড়িয়া-৩ |
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল |
মনোনীত |
|
ব্রাহ্মণবাড়িয়া-৪ |
মুশফিকুর রহমান |
মনোনীত |
|
ব্রাহ্মণবাড়িয়া-৫ |
অ্যাডভোকেট এম এ মান্নান |
মনোনীত |
|
ব্রাহ্মণবাড়িয়া-৬ |
কাউকে ঘোষণা হয়নি |
এই আসনেও প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি। |








