ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করতে যাচ্ছে। এই বৃত্তির জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী অধিবাসী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
এসএসসি বা সমমান পাস শিক্ষার্থীদের জন্য আবেদনের শর্ত হলো পরীক্ষার বছর ২০২৩ বা ২০২৪ এবং ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। এইচএসসি বা সমমান পাস শিক্ষার্থীদের জন্য একই শর্ত প্রযোজ্য। স্নাতক (সম্মান) বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার বছর ২০২২ বা ২০২৩ এবং ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।
আবেদনকারীদের নির্ধারিত ফরম ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ওয়েবসাইট থেকে সংগ্রহ করে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম ডাকযোগে বা ইমেইলের মাধ্যমে জমা দিতে হবে। ইমেইল ঠিকানা হলো bzsamitydhaka@gmail.com।
আবেদনের শেষ তারিখ ২১ আগস্ট ২০২৫। ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, মাহবুব প্লাজা, ষষ্ঠ তলা, ২১/এ তোপখানা রোড, ঢাকা।








